অনেকদিন ধরেই তো কম্পিউটার চালাচ্ছেন। কখন কি মনে হয়নি যে, আপনার কম্পিউটারটি নর, নাকি নারী!!!!? [সিরিয়াস ভাবার কিছু নাই!!!]
আপনার উত্তরে আমি নিয়ে আসলাম, আমার তৈরি করা কম্পিউটারের জেন্ডার জানার স্পেশাল সফটওয়্যার!
এই সফটওয়্যারটির কয়েকটি বৈশিষ্ট্য হলঃ
১. সফটওয়্যারটি পোর্টেবল।
২. সফটওয়্যারটি মাত্র ১৯৮ কিলোবাইটের।
৩. মাত্র এক ক্লিক করলেই আপনাকে জানিয়ে দিবে।
৪. সম্পূর্ণ ভাইরাস ফ্রী।

আপনার উত্তরে আমি নিয়ে আসলাম, আমার তৈরি করা কম্পিউটারের জেন্ডার জানার স্পেশাল সফটওয়্যার!
- উল্লেখ্য যে, সফটটি Visual Basic Script (VBS) দ্বারা তৈরি। সুতরাং, আপনার কম্পিউটারে যদি "C:\Windows\System32" এই ডিরেক্টরিতে "wscript.exe" এই এপ্লিকেশনটা না থাকে/ডিলিট করে দেন/এন্টিভাইরাস খেয়ে ফেলে তবে এই সফটি আপনার কাজে আসবে না। দুঃখিত!!! :(
- যদি না থাকে তবে নিচে "wscript.exe" ডাউনলোড করার লিঙ্ক দিছি।।
এই সফটওয়্যারটির কয়েকটি বৈশিষ্ট্য হলঃ
১. সফটওয়্যারটি পোর্টেবল।
২. সফটওয়্যারটি মাত্র ১৯৮ কিলোবাইটের।
৩. মাত্র এক ক্লিক করলেই আপনাকে জানিয়ে দিবে।
৪. সম্পূর্ণ ভাইরাস ফ্রী।
- ডাউনলোড লিঙ্কঃ Find Your Computer's Gender
- wscript.exe ডাউনলোড লিঙ্কঃ http://originaldll.com/download/24184.7z
- গ্রুপে এড হওয়া না থাকলে, জয়েন করুনঃ https://www.facebook.com/groups/CF7sBlog