Tuesday, April 28, 2015

আপনার কম্পিউটারের জেন্ডার জেনে নিন!!!

অনেকদিন ধরেই তো কম্পিউটার চালাচ্ছেন। কখন কি মনে হয়নি যে, আপনার কম্পিউটারটি নর, নাকি নারী!!!!? [সিরিয়াস ভাবার কিছু নাই!!!]


আপনার উত্তরে আমি নিয়ে আসলাম, আমার তৈরি করা কম্পিউটারের জেন্ডার জানার স্পেশাল সফটওয়্যার!
  • উল্লেখ্য যে, সফটটি Visual Basic Script (VBS) দ্বারা তৈরি। সুতরাং, আপনার কম্পিউটারে যদি "C:\Windows\System32" এই ডিরেক্টরিতে "wscript.exe" এই এপ্লিকেশনটা না থাকে/ডিলিট করে দেন/এন্টিভাইরাস খেয়ে ফেলে তবে এই সফটি আপনার কাজে আসবে না। দুঃখিত!!! :(
  • যদি না থাকে তবে নিচে "wscript.exe" ডাউনলোড করার লিঙ্ক দিছি।।

এই সফটওয়্যারটির কয়েকটি বৈশিষ্ট্য হলঃ
১. সফটওয়্যারটি পোর্টেবল।
২. সফটওয়্যারটি মাত্র ১৯৮ কিলোবাইটের।
৩. মাত্র এক ক্লিক করলেই আপনাকে জানিয়ে দিবে।
৪. সম্পূর্ণ ভাইরাস ফ্রী।

আমার কাজ ভালো লাগলে, প্লিজ গ্রুপটিতে আরও মেম্বার এড করে এগিয়ে যেতে সাহায্য করুন। শেয়ার এন্ড এঞ্জয় ইট. ধন্যবাদ সবাইকে...।।

Saturday, April 25, 2015

উইন্ডোজ সেটআপ দেওয়ার তারিখ+সময় জানার ছুট্ট একটি সফটওয়্যার।



অনেকের মনে প্রশ্ন জাগতে পারে অথবা জানতে ইচ্ছা করে যে, আমি উইন্ডোজ মারলাম কত দিন হল? অনেকেই হয়ত জানেন না, তাই আমি আপনার উত্তরে আমি নিয়ে আসলাম, আমার তৈরি করা উইন্ডোজ সেটআপ দেওয়ার তারিখ+সময় জানার ছুট্ট একটি সফটওয়্যার।
 
এই সফটওয়্যারটির কয়েকটি বৈশিষ্ট্য হলঃ
১. সফটওয়্যারটি পোর্টেবল।
২. সফটওয়্যারটি মাত্র ১২৮ কিলোবাইটের।
৩. মাত্র এক ক্লিক করলেই আপনার কাজ শেষ।
৪. ইউজ করার ক্ষেত্রে কোন রিস্ক নেই।
৫. লেখা সম্পূর্ণ কালারিং।
৬. সম্পূর্ণ ভাইরাস ফ্রী।
৭. ওপেন সোর্স :P

ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/download/xwozj31qabm8e2r/Windows+Original+Install+Date.exe


শেয়ার এন্ড এঞ্জয় ইট. ধন্যবাদ সবাইকে...।।