রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সব আছে। আছে অভিজ্ঞ এবং তরুণ প্লেয়ারদের মিশেলে, কাগজেকলমে বিশ্বকাপ জিতার মতো একটা টিম। আছে তিতের মতো কোচও। কিন্তু নেই একজন। জিনি সবসময় ব্রাজিলের ১২তম প্লেয়ার হিসেবে মাঠে থাকতেন। ব্রাজিলের কথা আসলেই যার ফেইস সামনে ভাসে। তিনি আর কেউ নন, বলছি ব্রাজিলের সুপারফ্যান এবং "বিশ্বকাপের আইকন" Clovis Acosta Fernandes-এর কথা। আনুমানিক ৬০টি দেশে, ১৫০টির অধিক আন্তর্জাতিক ম্যাচ সহ ৭টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেছেন তিনি।
৪ অক্টোবর ১৯৫৪ সালে জন্ম নেওয়া ক্লভিস ফুটবলে হার না মানলেও ক্যান্সারের কাছে হার মেনে ১৬ সেপ্টেম্বর ২০১৫ সালে পরলোক গমন করেন।
ব্রাজিলের ৭ গোল খাওয়া হয়ত অনেকের মজার কারণ। ট্রলের হাতিয়ার। কিন্তু সেদিনের মত ক্ষত হয়ত লোকটার জীবনে আসেনি। যার রক্তে ব্রাজিল, সব কিছুই ব্রাজিল তার সেই কান্নার দৃশ্য আজও নাড়া দেয় আমাকে। সে দৃশ্য দেখে ভেবে ছিলাম ব্রাজিলের সাপোর্ট তো বাদ দিবই, আর খেলাও দেখবো না এই দলের। কিন্তু ক্লভিস যেখানে ব্রাজিলের সুসময়ে ছিলেন, তেমনি ছিলেন দুঃসময়েও; কখনো দমে যাননি। সাপোর্ট দিয়েছেন সবসময়। এরকম একজন মানুষের থেকে পাওয়া অনুপ্রেরণার জন্যই আমি আজও ব্রাজিলের সাপোর্টার। বসব টিভিসেটের সামনে সেলেসাওদের খেলা দেখতে এবং গলা ফাটাতে। সাপোর্ট শুধু বড়বড় তাড়কাদের খেলা দেখে নয়, সাথে এরকম ফ্যানদের দেখেও করা যায়। বর্তমান সময়ের ছেলেপেলে হয়ত উনাকে চিনবে না। কিন্তু যতদিন বেঁচে থাকব, ততদিন উনি আমার কল্পনায় থাকবে। "ব্রাজিল" নাম শুনলেই ভেসে উঠবে তার চেহারা। মনে পড়ে যাবে সেই কান্নাভেজা মুহূর্তটি 😞
ওপারে তুমি নও, বিশ্বকাপ তোমাকে মিস করবে 😢
Vai Brasil 🇧🇷️
Rumo ao Hexa